ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা বিপর্যয়ে বন্ধ স্কুল, কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে নিয়মিত শিক্ষকদের পাশাপাশি ঘরবন্দি হয়ে পড়েছেন অতিথি শিক্ষকরাও। আর যেহেতু স্কুল, কলেজ বন্ধ তাই তাদের ভাতাও বন্ধ করে দিয়েছে স্কুল-কলেজ কর্তৃপক্ষ। এই অভিযোগ উঠতেই আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কড়া বার্তা দিলেন কলেজ গুলিকে। জানালেন কোনোভাবেই অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবেনা। শিক্ষামন্ত্রী আজ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি কলেজ গুলো অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করে দিয়েছে। সমস্ত কলেজ গুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে আপনারা ভাতা বন্ধ করবেন না।’
শিক্ষামন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় করেন এই পোস্টটি। সেখানে তিনি আরও লেখেন, ‘রাজ্য সরকার যখন ইউজিসির নিয়মকে সামনে রেখে তালিকা প্রস্তুত করছে তখনই কলেজ গুলি ভাতা দেওয়া বন্ধ করেছে। রাজ্য সরকারের কাছে অতিথি শিক্ষকরা এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।’ প্রসঙ্গত, রাজ্য সরকার আগেই জানিয়েছিল রাজ্য সরকারের অনুমতি না নিয়ে কোনো কলেজ যেন অতিথি শিক্ষক নিয়োগ না করে। গত বছরই এই মর্মে নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সময় বলেছিলেন, ‘শিক্ষা দপ্তরের নজর এড়িয়ে অতিথি শিক্ষক, পার্শ্ব শিক্ষক সহ বহু পদে নিয়োগ করে কলেজ গুলি। তবে সেই নিয়মে এবার বদল হবে। কলেজ গুলিতে কত শিক্ষক প্রয়োজন তা খতিয়ে দেখা হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘যারা অতিথি শিক্ষক হিসেবে কাজ করছেন তাদের কলেজ সার্ভিস পরীক্ষায় তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। তবে শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো অতিথি অধ্যাপক নিয়োগ করা যাবে না।’