নিউজরাজ্য

ভার্চুয়াল ক্লাসের মেয়াদ বাড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে মিলেছে অভূতপূর্ব সাড়া, যার ফলে এই ভার্চুয়াল ক্লাসের মেয়াদ আরও বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করা হল বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও আগে এক সপ্তাহ চলবে বলে জানা গিয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহে তা আরও বাড়ানো হল। করোনার জেরে বন্ধ সমস্ত স্কুল, কলেজ। যার ফলে বইয়ের সিলেবাস কিভাবে শেষ হবে তাই নিয়ে ঘোর সংশয়ের দানা বেঁধেছে শিক্ষক শিক্ষিকাদের মনে। আর ছাত্রছাত্রীদের অসুবিধা দুর করতে এবার সংবাদ মাধ্যমের উপরই ভরসা রাজ্য সরকারের।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, ১০ জুন পর্যন্ত সপ্তাহের ছয় দিন সরকারি ও সরকার অনূদিত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য চলবে ভার্চুয়াল ক্লাস। এই ক্লাস অনুষ্ঠিত হবে এবিপি আনন্দে। তবে বার্ষিক পরীক্ষা পিছনো হবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রতিবছরের মতো চলতি বছরের ডিসেম্বরেই হবে বার্ষিক পরীক্ষা।

কেন্দ্রের তরফে দেশে করোনার জেরে লক ডাউন জারি হয়েছিল ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। কিন্তু শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক ডাউনকে দীর্ঘয়িত করেছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। স্কুল, কলেজগুলি আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে নির্দেশ দেন তিনি। একেবারে গ্রীষ্মকালীন ছুটির পর পুনরায় খুলবে শিক্ষা প্রতিষ্ঠান গুলি।

Related Articles

Back to top button