সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫ এ৷ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করল কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। ঘোষণার পর ট্যুইট করে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন।
কাশ্মীরে ৩৭০ অপসারনের পরেই গ্রেফতার হলেন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। রবিবার সর্বদল বৈঠকের পর বিজেপি বিরোধী নেতাদের গৃহবন্দি রাখা হয়েছিল। গৃহবন্দি থেকে গ্রেফতার। এই গ্রেফতারের পর কাশ্মীরে উত্তাল হতে পারে, সেই আশঙ্কা করে কাশ্মীরে মেতায়ন করা হলো ৪৬০০০ সেনা। কাশ্মীরে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। আজ সোমবার জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল।