দেশনিউজ

সমাজ সেবকের ভূমিকায় এক মাওবাদী, বন্দুক ছেড়ে নিজে হাতে তৈরি করছেন মাস্ক

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – ছত্রিশগড়ে সুকমা জেলার একজন মাওবাদী মাদাকাম লাখা, যার জীবনটাই পাল্টে গেছে করোনা ভাইরাসের দৌলতে। যে হাতে বন্দুক তুলে নেওয়াই তার একমাত্র কাজ ছিল। আজ সেই শক্ত কঠিন হাতেই তিনি সেলাই করে চলেছেন মাস্ক। পুলিশের কর্মীদের জন্য তিনি প্রচণ্ড ব্যস্ত মাস্ক বানাতে। প্রতিদিন প্রায় ৯০ টি করে মাস্ক বানাচ্ছেন, এখনো পর্যন্ত প্রায় ১৫ হাজার মাস্ক তিনি তৈরি করেছেন। শুধু তাই নয় আর সমাজে গরিব মানুষদের মধ্যেও বিলি করবেন তার হাতে তৈরি এই মাস্ক। সব কাজ গুলি করবেন বিনা পয়সায়। এই মাওবাদীরা বিহার, ছত্রিশগড়, অন্ধপ্রদেশ, অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে দেখা যায়।

করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। ভারতবর্ষেও একটু একটু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তাই প্রত্যেককেরই সচেতন হওয়া উচিত। সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে এবং অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এই মাস্ক তৈরি করে বিলি করছেন। যা সত্যি প্রশংসনীয়।

করোনা ভাইরাসের দৌলতে গোটা পৃথিবীর চেহারাটাই কেমন যেন বদলে গেছে। মানুষের মন থেকে হিংসা দূর হয়েছে, কারণ প্রত্যেকের মনেই একটাই ভয় মৃত্যুভয়। কালকে বাঁচব কিনা আমরা কেউ জানিনা। বিভিন্ন সংশোধনাগারে তৈরি হচ্ছে মাস্ক। যে মানুষগুলো একদিন অন্যায় করে জেলবন্দি ছিল আজ সেই সমাজ সেবায় এগিয়ে এসেছে। করোনা আমাদের এই গুলো দিয়েছে। করোনা একদিন চলে যাবে, আমরা সেই দিনের আশায় আছি। তবে এই মানুষগুলোর অবদান যেন এই পৃথিবীর মধ্যে থেকে যায়।

Related Articles

Back to top button