ভারতবার্তা ওয়েবডেস্ক: দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ৩৩৯। দেশের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১,১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। এমত অবস্থায় দিল্লির কেজরিওয়াল সরকার জাপান থেকে অত্যাধুনিক প্রযুক্তির উন্নত মেশিন আনলেন, যাতে করে করোনার হটস্পটযুক্ত এলাকাগুলি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিকে স্যানিটাইজেশন ব্যবস্থার মাধ্যমে জীবাণুমুক্ত করে ফেলা যায়। জাপান থেকে আমদানি করা এই অত্যাধুনিক প্রযুক্তির মেশিনটির সুবিধা একে ইচ্ছে মতন আকার পরিবর্তন করে নেওয়া যায়, যার ফলে কোনো সংকীর্ণ এলাকাতেও খুব সহজেই প্রবেশ করিয়ে এলাকাটিকে স্যানিটাইজ করা যায়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানী স্যানিটাইজেশনের কথা ট্যুইট করে ঘোষণা করেন। তিনি জানান, জাপান থেকে ৬০ টি মেশিন আমদানি করে রাজধানী স্যানিটাইজ করা হচ্ছে। গত সোমবার এই উন্নত প্রযুক্তির মেশিনের সাহায্যে রাজিন্দর নগর অঞ্চলকে স্যানিটাইজ করা হয়।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, গত ১০ দিনে নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। উত্তর পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনেও স্যানিটাইজেশন প্রক্রিয়া সফল হয়েছে। কিছুদিন আগে এই অঞ্চলকেই হটস্পট চিহ্নিত করা হয়েছিল। সুতরাং, দিল্লির বর্তমান পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।