আন্তর্জাতিকনিউজ

সারা বিশ্বে সর্বাধিক মৃত্যু আমেরিকায়, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২ হাজার বেশি মানুষ

Advertisement

জনস হপ্কিন্সের তথ্য অনুযায়ী আমেরিকাতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ হাজার ২২৮ জন। এই নিয়ে দ্বিতীয় দিন আমেরিকাতে মৃতের সংখ্যা ২ হাজারের গন্ডি পেরোল। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি, যা বিশ্বে সর্বাধিক। আর মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৩৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজারের কাছাকাছি। আমেরিকার নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি।

আমেরিকাতে বসবাসকারী প্রায় ৪০ জন প্রবাসী ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া বহু ভারতীয় করোনা আক্রান্ত হয়েছেন। ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে বিশ্বের শক্তিশালী দেশে। কিছুতেই কিছু করা যাচ্ছে না। ক্রমাগত আমেরিকাকে গ্রাস করছে রাক্ষুসে ভাইরাস। সেখানে চিকিৎসারত বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাও করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

গোটা বিশ্বে করোনাতে সংক্রমিত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজার ৪৭৭ জন। যার মধ্যে মারা গেছেন ১ লক্ষ ২৬ হাজার ৫৩৯ জন।  তবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার ৬৭৪ জন। আমেরিকার পর সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে স্পেনে। সেখানে আক্রন্ত হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৬০ জন। আর মারা গেছেন ১৮ হাজার ২২৫ জন। এর পাশাপাশি ইতালিতে মৃতের সংখ্যা স্পেনের থেকেও বেশি। সেখানে মারা গেছেন ২১ হাজার ৬৭ জন।

Related Articles

Back to top button