লকডাউন সফল করতে রাজ্যে নামানো হোক আধা সেনা, জানালেন রাজ্যপাল
রাজ্যের করোনার প্রকোপ বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তড়িঘড়ি সঠিক পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়ে টুইটারে ভূয়সী প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কড়া হাতে সবকিছু নিয়ন্ত্রণ করছেন তা প্রশংসনীয়। তবে এবার রাজ্যে করোনা মোকাবিলায় সরব হলেন রাজ্যপাল। টুইটারে তিনি টুইট করে বলেন, এই সংকটজনক পরিস্থিতিতে দেশে যখন লক ডাউন জারি হয়েছে তখন পুলিশ ও প্রশাসন সঠিকভাবে সামাজিক দুরত্বকে বজায় রাখতে সফল হচ্ছে না।
তিনি আরও দাবি করেন, রাজ্যে জনঘনত্ব অনেক বেশি হওয়ায় সতর্ক হতে হবে। পুলিশ ও প্রশাসন যেখানে সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যর্থ সেক্ষেত্রে প্যারা মিলিটারি ফোর্স নামানোর পক্ষে সওয়াল হন রাজ্যপাল। এহেন সংকটজনক পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনের ১০০ শতাংশ সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যর্থতা প্রসঙ্গে রাজ্যপালের এই টুইটকে ইতিবাচক বলেই মনে করছেন অনেক রাজনীতিবিদ।
Lockdown protocol has to be thoroughly implemented to ward off #coronavirus.
Police and administration @MamataOfficial failing to effect 100% #SocialDistancing or curbing religious congregations be shown door.
Lockdown must succeed-examine central para forces requisitioning!
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 15, 2020