বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। সুস্থ হয়েছেন ৪২ জন। আর কোনো মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭ জনের। তবে রাজ্যের এই পরিসংখ্যানের সাথে কেন্দ্রের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২১৩ জন( সকাল ১০ টা পর্যন্ত), সেখানে বলে হয়েছে সুস্থ হয়েছেন ৩৭ জন আর মৃত্যু হয়েছে ৭ জনের। এই পরিসংখ্যান দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানের মধ্যে পার্থক্য কতটা।
যদিও নবান্নের মুখ্যসচিব রাজীব সিনহা কদিন আগেই বলেছিলেন যে রাজ্যের অডিট যে রিপোর্ট পেস করছে সেটাই একদম সঠিক। রাজ্য সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে যে কোনো রকম তথ্য গোপন করা হয়নি। আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেকের অন্যান্য রোগ ছিল। কারোর নিউমোনিয়া বা অন্য রোগ ছিল। এদের মৃত্যুর পর বা মৃত্যুর সময়ে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে মৃতের সংখ্যা বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।