সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। সরকারের তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছে বাড়ির বাইরে না বেরোতে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের বিল কিভাবে মেটানো সম্ভব এই নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়া সকলে অনলাইনে বিল দেওয়াতে অভ্যস্ত নয়। যেহেতু দেশে চলছে দীর্ঘমেয়াদি লক ডাউন তাই সকল প্রশ্নের অবসান ঘটিয়ে সিএসসি জানাল কিভাবে দেওয়া হবে গ্রাহকদের বিদ্যুতের বিল।
জানা গিয়েছে, দেশে কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে বিদ্যুতের বিল দেওয়ার কিছু নিয়ম রয়েছে। দেশে যেহেতু জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই গত বছর মার্চ মাসের বিল অনুযায়ী তৈরি হবে এইবছর মার্চের বিল। অর্থাৎ প্রভিশনাল ইলেকট্রিক বিল দেওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মেই এগোবে CESC। এছাড়া যাদের কোনোরকম রিডিং নেওয়া নেই তাদের ক্ষেত্রে শেষ ছয় মাসের রিডিং-য়ের গড় প্রস্তুত করে তৈরি করা হবে বিদ্যুতের বিল।
CESC জানিয়েছে, এই বিলের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে মোবাইলে এসএমএসের মাধ্যমে। যাদের ব্যাংক্ থেকে টাকা কাটানো হবে তাদেরও এসএমএস যাবে। লক ডাউনের পর যখন রিডিং নেওয়া হবে তখন প্রভিশনাল বিলের ইউনিট বাদ দিয়ে বাকি ইউনিটের টাকা যোগ হবে।