Today Trending Newsনিউজরাজ্য

রাজ্যে করোনায় মৃত্যুর থেকে সুস্থ হচ্ছেন বেশি, অন্ধকার থেকে বেরোচ্ছে বাংলা

Advertisement

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ জনের। এর পাশাপাশি নতুন করে সংক্রমণ বেড়ে এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এর সাথে তিনি রাজ্যে মোট ৩৮১১ টি টেস্ট হয়েছে বলে ও জানান।

মুখ্যসচিব আজ বৈঠকে বলেছেন যে, যেই এলাকাগুলিতে বেশি সংক্রমণের খবর আসছে, সেখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেখান থেকে যাতে ভাইরাস অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার।

কেন্দ্রের পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের ফারাক রয়েই যাচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১, যার মধ্যে থেকে সেরে উঠেছেন ৪২ জন। ফলে অ্যাকটিভ কেস ১৮২। আর রাজ্যের পরিসংখ্যানে তা ১৪৪।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের অনেকের অন্যান্য রোগ ছিল। কারোর নিউমোনিয়া বা অন্য রোগ ছিল। এদের মৃত্যুর পর বা মৃত্যুর সময়ে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অডিট কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে মৃতের সংখ্যা বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Back to top button