আমেরিকার মৃত্যু মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় আমেরিকার মৃতের সংখ্যা সারা বিশ্বে সব রেকর্ড ভেঙে দিয়েছে। জনস হপকিন্স-র সূত্র অনুযায়ী গত ২৪ ঘন্টায় আমেরিকাতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯১ জনের। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৯১৭ জন, যা সারা বিশ্বে সর্বাধিক।
গত দুদিন আগে পর্যন্ত আমেরিকাতে মৃত্যু হত ১৫০০ বা ২০০০ করে, সেখানে সংখ্যাটা বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। যা আমেরিকার কাছে বেশ আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের এরকম পরিস্থিতি সারা বিশ্বকে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৬৭ হাজার ৮০০ জন।
আমেরিকার মধ্যে সবথেকে বেশি করোনাতে ক্ষতি হয়েছে নিউইর্য়কে। সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। নিউইয়র্কে লকডাউনের সময়সীমা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আগামী ১৫ মে অবধি অবধি লকডাউন চলবে।
এদিকে আমেরিকার পরেই রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ইতালির পরেই মৃতের সংখ্যার ভিত্তিতে রয়েছে স্পেনের স্থান। সেখানে মৃত্যু হয়েছে ১৯ হাজারের বেশি মানুষের।