অফবিট

করোনা লড়াইয়ে রোগীদের সুবিধার্থে হিরো নিয়ে এলো ‘অ্যাম্বুলেন্স বাইক’

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – করোনা আক্রমণে গোটা পৃথিবী বিধ্বস্ত। ভারতবর্ষের সংখ্যাটাও দিনে দিনে বেড়ে চলেছে। বাড়ি থেকে রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্সের। তার জন্য হিরো মোটরকর্প ৬০ টি বাইক অ্যাম্বুলেন্স দান করল।

এই অ্যাম্বুলেন্সটি আর পাঁচটা অ্যাম্বুলেন্সের মতন নয়। অ্যাম্বুলেন্স এর আগে একটা বাইক শব্দ জুড়ে দেওয়া হয়েছে। মূলত প্রধান গাড়িটি চালাবে হিরো এক্সট্রিম ২০০আর, এই কোম্পানিটি সিদ্ধান্ত নেয় বাইকের পাশে কিছু জায়গা তৈরি করে বিষয়টিকে অ্যাম্বুলেন্সে পরিণত করবেন। বাইকের পাশে এই সোজা শোয়ার জায়গাটি, রোগী পরিবহনের জন্য একেবারে উপযুক্ত। গ্রামের দিকে যে সমস্ত জায়গায় চার চাকার অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনা, আশা করা যাচ্ছে সেইখানে এই বাইক অ্যাম্বুলেন্স সহজেই পৌঁছে যাবে।

করোনা ভাইরাস মোকাবিলার জন্য এগিয়ে এসেছেন রাজনৈতিক নেতা, নেত্রী অভিনেতা, অভিনেত্রী খেলোয়াড়, সেলিব্রেটি থেকে শুরু করে অনেক সাধারন মানুষ। ক্রিকেট খেলার মাঠ থেকে শুরু করে ট্রেনগুলোকে করা হচ্ছে আইসোলেশন কোচ। তবে এই কোম্পানি প্রথম নয়, এর আগে হিরো কোম্পানি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দিয়েছেন। তাছাড়াও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মার্সিডিজ বেঞ্জ তরফ থেকে জানানো হয়েছে তারা করোনা ভাইরাসের মোকাবিলার জন্য সাহায্য করবেন।

Related Articles

Back to top button