করোনা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে ফ্রান্সের অ্যাক্সিস–মার্সেইলি বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণায় দাবি করা হয়েছে যে করোনা ভাইরাসের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। তাদের গবেষণায় প্রকাশ পেয়েছে যে প্রায় ৬০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত করোনা ভাইরাস টিকে থাকতে পারে। সুতরাং ভারতে তাপমাত্রা বাড়লেই যে করোনার প্রভাব কমে যাবে, সেটা একদম নয়।
ফ্রান্সের অ্যাক্সিস–মার্সেইলি গবেষণায় আরেকটি বিষয় তুলে ধরেছেন। সেটা হল- হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় ক্ষেত্রে কতটা সহায়তা করবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অধ্যাপক রেমি চ্যারেল ও তাঁর গবেষকরা মাইল করোনা ভাইরাস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানেই গবেষণায় দাবি করা হয়েছে ৩০ ডিগ্রি নয়, ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাতে ও ভাইরাস বেঁচে থাকতে পারে।
এর আগে গবেষণায় বলা করা হয়েছিল তাপমাত্রা বাড়লে করোনা প্রকোপ কমতে পারে। কিন্তু এই গবেষণার পর নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।