রাজ্যে কমিউনিটি ট্রান্সমিশন আটকাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জনগণকে বাজারের ভিড় এড়াতে অনুরোধ করেছেন। একইসঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন নিয়মের কঠোর প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত তিন দিনে ৬৩ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ১৬ ই এপ্রিল পর্যন্ত রাজ্যের কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে ২৫৫ তে এসে দাঁড়িয়েছে। ৪ ঠা এপ্রিল রাজ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৬৯।
লকডাউন চলাকালীন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যদি কঠোরভাবে লকডাউনটি বাস্তবায়ন না করি তবে কমিউনিটি ট্রান্সমিশনের সম্ভাবনা বাড়বে। আমি যেন বাজারগুলিতে ভিড় দেখতে না পাই। প্রয়োজনে সশস্ত্র পুলিশ কর্মীদেরও বাজারে মোতায়েন করা হবে।’
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে, প্রতিটি বাজারে মানুষের প্রবেশের আগে তাদের অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রশাসন গত তিনদিন ধরে বেশিরভাগ বাজারকে আশেপাশের প্রশস্ত অঞ্চলে স্থানান্তরিত করেছে।
মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, মুখ্যমন্ত্রী এত দিন ধরে রাজ্যে একটি ‘মানবিক লকডাউন’ পালনের উপর জোর দিয়েছিলেন। এমনকি পুলিশকে বেশি বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছিলেন। তবে শুক্রবার পুলিশকে তিনি বলেন, ‘কেউ লকডাউন ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। লকডাউন কঠোরভাবে মেনে না চললে আমরা বড় বিপদে পড়ব।’