শ্রেয়া চ্যাটার্জি – ভক্তি সহকারে শনিদেবের উপাসনা ও পুজো করলে আপনি সমস্ত রকম দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। সংসারের সুখ, শান্তি ফিরে আসবে এবং মন মতো ফল পাবেন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ এবং প্রতি শনিবার শনিদেবের সাথে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। শনিবার করে কোনো অশ্বত্থ গাছে জল ঢেলে শনিদেবের উপাসনা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাকে সার্বিক সুখ আনন্দ দান করবেন। শুধু শনিবার নয়, প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে করতে যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার ভালো হবে –
‘সূর্যপুত্র দীর্ঘদেহী বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ।
মন্দচার প্রসন্নাত্মা পীড়া দহতু শনিঃ।’
শনিদেবের মূর্তিতে প্রতিদিন সামান্য সরষের তেল লাগিয়ে প্রণাম করলে তার অশুভ প্রভাব ও দোষ দূর হয়। তাছাড়াও প্রতিদিন সকালে এবং দুপুরে খেতে বসার সময় নিজের খাবার আগে যদি খাস সামান্য খাবার সরিয়ে রাখা হয় এবং পরে সেই খাবারটি যদি কাককে খাওয়ানো হয়, তাহলে শনিদেবের উৎকট প্রভাব থেকে মুক্তিলাভ সম্ভব। তাছাড়াও গাই গরুকে কালো তিল আর গুড় শনিবার খাওয়ালে শনি দেব এবং মা ভগবতী দুজনেই প্রসন্ন হন। নীল এবং কালো রঙের পোশাক এর উপরে শনির কুদৃষ্টি থাকে। এই রঙের পোশাক বা এই রঙের বিছানার চাদর কিংবা জানালার পর্দা একদমই হওয়া উচিত নয়।
নবগ্রহের মধ্যে শনি একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে ‘গ্রহরাজ’ বলা হয়। হিন্দু ধর্ম মতে, তিনি একজন দেবতা। তবে তিনি ‘উগ্র দেবতা’ বলে দুর্নাম ও আছে। এনার হাতে থাকে তীর-ধনুক, ত্রিশূল, গদা। বাহন শকুন ও কাক।