শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাসের জন্য কার্যত বিশ্বের সমস্ত জায়গাতেই একপ্রকার লকডাউন চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষ কার্যত গৃহবন্দী। এই সুযোগের সদ্ব্যবহার করছে পশুর দল। এতদিন মানুষের ভয়ে যারা বাইরে বেরোতে পারেনি বা নিজেদের সঠিক বাসস্থানে আসতে ভয় পেত। আজ মানুষের দেখা না মেলায় তারা রয়েছে মহানন্দে। পুরো পৃথিবীটাই যেন আজ পশুদের দখলে, পশু রাজ্যে পরিণত হয়েছে আমাদের নীল গ্রহ। সোশ্যাল মিডিয়ার দরুন এমন ছবি অনেক ভাইরাল হয়েছে। কখনও কখনও সমুদ্র তটে আসছে লাখো লাখো কচ্ছপ ডিম পাড়তে, আবার কখনো রাস্তায় দেখা যাচ্ছে হরিণের দল কে এমন নানান ছবি দেখে এই লকডাউনের মন খারাপ কে খানিকটা কমানো যেতে পারে।
মেক্সিকোর ওয়াক্সাকা সমুদ্র সৈকতে দেখা গেল সারি সারি কুমির শুয়ে যেন সানবাথ নিচ্ছে। বেশ কয়েকদিন ধরেই লকডাউনের জন্য ওই সমুদ্রসৈকতে কোন মানুষের আগমন হয়নি। সেই সুযোগে কুমিররা ভিড় করেছে ও সমুদ্র তটে। তবে এই সমুদ্রতটে আগেও একটা দুটো কুমির দেখা মিলত, তবে সে মাঝেমধ্যে। কিন্তু এমন সারি সারি কুমির এর আগে কেউ কখনো দেখেননি। এই জায়গাটি মূলত কুমিরের জন্যই বিখ্যাত।
In the absence of people, crocodiles take over Oaxaca beaches. https://t.co/u9G83pYd0n pic.twitter.com/Gdul54TDsb
— Mexico News Daily (@mexicond) April 13, 2020
তবে তারা খুব একটা শান্তিতে থাকতে পারে এমনটা নয়, কারণ কুমির দেখার জন্য পর্যটকদের বেশ ভিড় থাকতো। তবে এবারে পর্যটকশূন্য হওয়ায় তারা একটু নিশ্চিন্তে থাকতে পারছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাইতো সারবেঁধে ভিড় করেছে সমুদ্রতটে। আর মানুষকে চোখে আঙুল দিয়ে হয়তো দেখিয়ে দিচ্ছে, যে মানুষের জন্যই তারা এতদিন দুরে দুরে ছিল। মানুষেরও এই ধরনের ছবি দেখে বোঝা উচিত তাদের অত্যাচারে পশুরা কতটা বিরক্ত। এই পৃথিবীটা তো তাদেরও, মানুষের যতটা অধিকার আছে বেঁচে থাকার, তাদেরও রয়েছে। এ নির্মম সত্যই আজ উঠে আসছে।