দ্বিতীয় দফার লকডাউনের চতুর্থ দিনে এসেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত রাতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪৩ জন। আজ সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ হাজার ৩৭৮ জন। গত রাতে মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে মোট করোনাতে মৃতের সংখ্যা ৪৮০।
তবে এই আক্রান্তদের মধ্যেও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৯২ জন। গত রাতে সুস্থ হয়েছেন ২২৫ জন। দেশের মধ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন। মহার্স্ত্রেই দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২০১ জন। তবে সুস্থ হয়ে উঠেচেন ৩৩১ জন।
এরপরেই পরপর রয়েছে দিল্লি( ১,৭০৭), তামিলনাড়ু(১,৩২৩), মধ্যপ্রদেশ(১,৩১০), রাজস্থান(১,২২৯), গুজরাট(১,০৯৯) জন। দেশের এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ১ হাজারের উপরে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই প্রতিদিন কমবেশি করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেরালাতে গত রাতে নতুন করে ১ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জন।