নৌবাহিনীতেও ছড়িয়ে পড়লো সংক্রমণ, ২০ জনের শরীরে মিললো করোনা ভাইরাস
শনিবার ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মুম্বাইয়ের নৌ চত্বরে কাজ করা ২১ জন কর্মচারীর শরীরে কোভিড ১৯-এর ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে আইএনএস অ্যাংগ্রের জন নাবিকও রয়েছেন। মুম্বইয়ের এক সমুদ্র তীরবর্তী অঞ্চলে জাহাজটি নোঙর করা রয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, ‘এখনও কমিউনিটি ট্রান্সমিশন ঘটেনি এখানে। পৃথক পৃথক ভাবেই এদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৭ এপ্রিল এক নাবিকের দেহে ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছিল।’ এরপরই ওই নাবিকের পরিচিতদের করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়েছিল। পুরো ইনলাইভিং ব্লকটি তৎক্ষণাৎ অন্যদের থেকে পৃথক করা হয়েছিল। আইএনএস অ্যাংগ্রেকে লকডাউনের আওতায় রাখা হয়েছিল। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, সরকার নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এখনও পর্যন্ত জাহাজে ও সাবমেরিনে সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌবাহিনী। ৭ এপ্রিল যে সংক্রামিত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল সেটিই ছিল নৌবাহিনীর সঙ্গে যুক্ত প্রথম সংক্রমণ। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীতে এখনও পর্যন্ত ৮ জনের শরীরে করোনা ভাইরাসের ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে।
‘এখনও অবধি পুরো ভারতীয় সেনাবাহিনীতে ৮ জনের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে দুজন চিকিৎসক এবং একজন নার্সিং সহায়কও রয়েছেন। চারজন চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। লাদাখে কোভিড ১৯ সংক্রামিত ব্যক্তি পুরোপুরি সেরে উঠেছেন। নিজের দায়িত্ব পালনে কাজেও যোগ দিয়েছেন তিনি।’ শুক্রবার এ কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারভানে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তির সংখ্যা ১৩,৮৩৫। যার মধ্যে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫২ জনের। সংক্রমণ থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন ১,৭৬৭ জন।