Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কবে চালু হবে অনলাইন পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র

Advertisement

কেন্দ্রের নয়া নির্দেশিকায় ২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনছে কেন্দ্র। এতদিন পর্যন্ত লক ডাউনের ফলে বন্ধ রাখা হয়েছিল আমাজন, ফ্লিপকার্টের মত সংস্থার ডেলিভারি। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তৈরি হয়েছে দ্বিতীয় দফার লক ডাউনের গাইডলাইন। আর এই গাইডলাইনে সমস্ত ই-কমার্স কোম্পানির ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী লক ডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। আর নতুন নির্দেশিকায় বলা হয়েছে আমাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টের মত কোম্পানিগুলি ডেলিভারি করতে পারবে। তবে রেড জোন বা হটস্পট চিহ্নিত এলাকাগুলিতে প্রয়োজনীয় পন্য ডেলিভারিতেই শুধু ছাড় দেওয়া হবে। বুধবারই এইকথা জানিয়েছে কেন্দ্র।

তবে তাদের অবশ্যই অনুসরণ করতে হবে সামাজিক দুরত্ব। এবং ৫০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। এদিকে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ১৩ হাজার ও মৃত্যু হয়েছে ৪০০ এরও বেশি মানুষের। তাই নতুন গাইডলাইনে কেন্দ্র শিথিলতা আনলেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং।

Related Articles

Back to top button