রাজ্য সরকারের বিরুদ্ধে রেশনদুর্নীতির অভিযোগ নিয়ে আজ কলকাতার মেজর রোডে বামেরা প্রতিবাদ মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী সহ একাধিক বাম নেতারা। এই মিছিল চলার সময় লকডাউন ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্রকেও। এছাড়া অন্যন্য বাং নেতাদের সাথে গ্রেফতার করা হয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও।
সূত্রের খবর, সামাজিক দূরত্ব মেনেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। মূলত সাধারণ মানুষকে যে পরিমান খাদ্যশস্য রাজ্য সরকার দেবে বলেছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না। রাজ্যের গরিব মানুষেরা রেশন পাচ্ছেন না ঠিকমতো। এই একাধিক অভিযোগ নিয়েই বামেরা আজ বিক্ষোভ করেন।
আজ এই বিক্ষোভ চলার সময় লকডাউন ভাঙার গ্রেফতার করা হয় বাম নেতাদের। পুলিশের গাড়িতে তোলার সময় তাঁদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়েছে বলে জানা গেছে। এদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন যে তাঁরা প্রথমেই রাস্তায় নামেনি। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের জন্য গেছিলেন। সেখানে কিছু হয়নি বলেই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।
শুধু বাম নেতারাই নয়, রেশন দুর্নীতির অভিযোগে সরব হয়জেন অন্যান্য বিরোধী দলগুলো ও। যদিও মুখ্যমন্ত্রী রেশন নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতি করতে বারণ করেছেন।