Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া হচ্ছে পুলিশ, কলকাতার রাস্তায় নামল ‘কমব্যাট ফোর্স’

করোনা আতঙ্কে সারা বিশ্ব আজ গৃহবন্দি। তবে বাঙালির ভ্রুক্ষেপ নেই। করোনা হটস্পট চিহ্নিত হওয়ার পরও কলকাতার বেশ কিছু জায়গায় বাজার করতে ভিড় জমাচ্ছে জনতা। যা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

Avatar

করোনা আতঙ্কে সারা বিশ্ব আজ গৃহবন্দি। তবে বাঙালির ভ্রুক্ষেপ নেই। করোনা হটস্পট চিহ্নিত হওয়ার পরও কলকাতার বেশ কিছু জায়গায় বাজার করতে ভিড় জমাচ্ছে জনতা। যা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই তিনি লকডাউন কার্যকর করতে কঠোর হওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে সশস্ত্র বাহিনী নামানোর নির্দেশও দেন তিনি। ভিড় সরাতে গিয়ে বারবার আক্রান্ত হওয়া পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে স্বমহিমায় ফিরে আসতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের অন্যতম হটস্পট কলকাতা শহরে মানুষকে গৃহবন্দি করতে অবশেষে রাস্তায় নামলো কমব্যাট ফোর্স। সূত্রের খবর, কলকাতা পুলিশের আওতাধীন মহানগরীর ৯ টি ডিভিশনে মোতায়েন করা হয়েছে ‘কমব্যাট ফোর্স’ বা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কম্যান্ডো। স্থানীয় থানা ও প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে লকডাউন সঠিকভাবে কার্যকর করতে কাজ করবে এই বাহিনী। ডিসি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বাধীন ৬ থেকে ৮ জন সশস্ত্র জওয়ানের দল কাজ করবে প্রতিটি ডিভশনে, প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘রায়ট কন্ট্রোল’ বা উন্মত্ত জনতাকে সামলাতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই জওয়ানরা ফাইবারের লাঠি-ঢাল, সেমি-অটোম্যাটিক রাইফেল সজ্জিত হয়ে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন থাকবে। শুধু কলকাতা নয়, প্রয়োজনে জেলাগুলোতেও নামানো হতে পারে সশস্ত্র বাহিনী। বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রয়োজনে সশস্ত্র বাহিনী নামানোর নির্দেশ দেন জেলাশাসকদের।

About Author