রাজ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হাওড়ায়, বিশেষ পদ্দক্ষেপ নিচ্ছে সরকার
আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন যে হাওড়া জেলাতে মোট ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে ৬২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮২ জন। রাজ্য সরকারের বিবৃতিতে তাই বলা হয়েছে। যদিও কেন্দ্রের সাথে রাজ্যের বিস্তর ফারাক রয়েছে।
মুখ্যসচিব বলেছেন যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর যেহেতু হাওড়াকে রেড জোন হিসাবে চিহ্নিত করেছেন তাই এখানে করোনা টেস্ট ও অনেকবেশি পরিমানে করা হবে। সূত্রের খবর অনুযায়ী হাওড়ার কনটেইনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করা হবে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী হাওড়ার বেশ কিছু এলাকা যেমন- মন্দিরতলা, বাঁকড়া প্রভৃতি এলাকাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছিলেন।
এই জায়গাগুলিতে লকডাউন ও অন্যান্য নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি হাওড়া নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে সশস্ত্র পুলিশ বাহিনী নামানোর কোথাও উল্লেখ করেন। আজ সালকিয়ার বেশ কয়েকটি এলাকাতে সশস্ত্র বাহিনীকে নজরদারি দিতে দেখা গেছে। মুখ্যসচিব বলেছেন যে এই এলাকাগলিতে অত্যাবশ্যকীয় পণ্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তবে এর পাশাপাশি তিনি মানুষের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন বলে জানিয়েছেন।