কলকাতানিউজ

যাদবপুরের আবাসনে হুলুস্থুল কান্ড, লক্ষ্মীপেঁচা দেখতে ভিড় স্থানীয়দের

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – যাদবপুরের লাগোয়া বিজয়গড়ের আজাদগড়ে হিমাচল সংঘ ক্লাবের পাশে হেমাঙ্গিনী অ্যাপার্টমেন্টে রবিবার ভরদুপুর বেলা হুলস্থুল পড়ে গেল। তার কারণ হলো, একটি সাদা পেঁচা। এই অ্যাপার্টমেন্টের চার তলার সিঁড়িতে দেখা মিললো ওই পেঁচাটির, যা দেখতে আশেপাশের মানুষ রীতিমতো ভিড় জমিয়ে দিল। পেঁচা সৌভাগ্যের প্রতীক আসলে। পেঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন, আমাদের এইরকম সময় সাদা পেঁচার আবির্ভাবে অনেকেই খুশি হয়েছেন। মানুষ হয়তো ভাবছেন সৌভাগ্য বোধ হয় এইবার ফিরলো।

করোনা ভাইরাস এর জন্য তো প্রত্যেককেই সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু পেঁচা দেখতে গিয়ে কারুরই সে সব কথা মাথায় নেই। প্রত্যেকেই যে যার নিজের সেলফোনটা নিয়ে ছুটেছে একটা ছবি তুলতে। পরে অবশ্য স্থানীয় ক্লাবের ছেলেদের উদ্যোগে ভিড় সরানো হয়।

এই মুহূর্তে করোনা ভাইরাস এর জন্য মানুষ একেবারে গৃহবন্দি হয়ে রয়েছে, বাইরে যা একটু অন্যরকম ঘটছে, তাই নিয়েই মানুষের উৎসাহের শেষ নেই। কোনো কারণে যদি বেরোনোর একটা ছ্যুত পায়, ব্যাস, তাহলে তো আর কথাই নেই। করোনা ভাইরাস এর জন্য চারিদিকে কল-কারখানা বন্ধ, প্রত্যেকের পকেটেই কম বেশি টান পড়ছে। এর মধ্যে ভরদুপুরে মা লক্ষ্মীর বাহনের আবির্ভাবে স্থানীয়রা প্রত্যেকে খুশি।

Related Articles

Back to top button