কুমিরের গ্রাস থেকে নিজের ছেলেকে উদ্ধার করেছেন এক মা। সম্প্রতি এমনই একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীর ধারে। জানা গিয়েছে, নিজের দুই ছেলেকে নিয়ে গোরানেঝৌ জাতীয় উদ্যানের কাছে রান্ডার নদীতে মাছ ধরতে যান ওই মহিলা। মহিলার নামা জানা গিয়েছে, মাউরিনা মুসিসিনয়ানা। বছর ৩০ -এর ওই মহিলা মাছ ধরছিলেন নদীতে এবং তার দুই ছেলেকে একটি ছাতার তলায় নিরাপদ স্থানে রাখেন।
এরপর হঠাৎই এক চিৎকার শোনা যায়। শব্দ শোনামাত্র ওই মহিলা মাছ ধরা ফেলে দিয়ে ছুটে যান। গিয়ে দেখেন ছাতা নদীতে এবং তার বছর তিনেকের ছেলে জিডিয়নকে নিজের মুখে করে কুমিরে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখার পর ওই মহিলা কুমিরের নাকে আঙুল দিয়ে চেপে ধরেন। শ্বাস নেওয়ার জন্য স্বভাবতই কুমিরের কামড় আলগা হয়ে যায় এবং তৎক্ষনাৎ তিনি ছেলেকে কুমিরের গ্রাস থেকে টেনে নিয়ে আসেন।
এমন সাহসিকতার পরিচয় দিয়ে নিজের ছেলেকে উদ্ধার করেছেন মাউরিনা মুসিসিনয়ানা বছর ৩০ -এর ওই মহিলা। এরপর তিনি তার ছেলেকে নিয়ে হাসপাতালে যান, ছেলেটির বর্তমানে চিকিৎসা চলছে ও শারীরিক উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।