Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্কসার্কাস ও রাজাবাজারে লকডাউন মানার জন্য মাইকিং মমতার

রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বাংলায় প্রতিদিনই নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও সংক্রমণের সংখ্যাটা নেহাত কম নয়। লকডাউন মেনে চলার জন্য বার বার বলা হচ্ছে। বিষয়ে করে রেড…

Avatar

রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বাংলায় প্রতিদিনই নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও সংক্রমণের সংখ্যাটা নেহাত কম নয়। লকডাউন মেনে চলার জন্য বার বার বলা হচ্ছে। বিষয়ে করে রেড জোনগুলিতে লকডাউন আরও শক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার রাস্তায় নামেন খোদ মুখ্যমন্ত্রী। রাজাবাজারে গিয়ে তিনি মাইকিং করে সকলকে লকডাউন মেনে চলার জন্য আবেদন করেন।

শুধু রাজাবাজার নয়, মঙ্গলবার তিনি পার্কসার্কাসেও যান। গাড়িতে করেই তিনি সবাইকে লকডাউন মানার কথা বলেন। তিনি বলেন, ‘লক ডাউনের জন্য সাধারণ মানুষের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু এই লক ডাউন মানলেই আমরা সুস্থ থাকবো। তাই সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং লক ডাউনকে সফল করুন।’ এছাড়াও তিনি আরও জানান, ‘যদি কোনো অসুবিধা হয় তাহলে তা পুলিশকে তৎক্ষনাৎ জানান, পুলিশ ব্যবস্থা নেবে।’ এদিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে লক ডাউন চলাকালীন কোনোরকম জমায়েত করা যাবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও বলা হয়েছে, সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রেখে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। তাহলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন পরেই ইসলাম ধর্মের রমজান মাস শুরু। ইসলাম ধর্মের প্রধানরাও লক ডাউনের ফলে সিদ্ধান্ত নিয়েছেন, লক ডাউনকে ১০০ শতাংশ সফল করতে কোনোরকম ধর্মীয় সমাবেশ তারা করবেন না।

About Author