ফেসবুকের বিনিয়োগ ভারতে, রিলায়েন্স জিও-র শেয়ার কিনল ৯.৯৯ শতাংশ
বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম ইউনিটে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করল ফেসবুক ইনক। যা এখনও পর্যন্ত জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বৃহত্তম সংখ্যালঘু শেয়ার হোল্ডার হিসাবে চিহ্নিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তম সংস্থা জানিয়েছে যে, ছোট ব্যবসার সাথে সংযোগ স্থাপনে নিজেদের সক্ষম করে তুলতে রিলায়েন্সের ই-কমার্স উদ্যোগ জিওমার্টের সাথে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে যুক্ত করার দিকে মনোনিবেশ করবে তারা। ফেসবুকের বিনিয়োগ পুরোপুরি লিকুইড ভিত্তিতে জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ ইক্যুইটি শেয়ারে হস্তান্তর করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে জিও।
এই চুক্তিটি এমন সময় সফল হয়েছে যখন গুগল পে এবং পেইটিএম-এর মত ডিজিটাল পেমেন্ট সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করার অনুমোদন পেয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। ভারতে হোয়াটসঅ্যাপের ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। ভারত তাদের বৃহত্তম বাজার। দেশের মোট স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে প্রায় ৮০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে তারা।
বিলিয়নেয়ার মুকেশ আম্বানির নিয়ন্ত্রিত দ্রুত বর্ধনশীল টেলিকম ক্যারিয়ার রিলায়েন্স জিও ২০১৬ সালের শেষদিকে পথ চলা শুরু করে। গত মাসে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল যে, সোশ্যাল মিডিয়ার বৃহত্তম সংস্থা ফেসবুক জিও-র ১০ শতাংশ শেয়ার নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্ব ব্যাপী ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে এই আলোচনা বন্ধ হয়ে যায়।