পশ্চিমবঙ্গের ৪ জেলাতে করোনা সংক্রমণ সব থেকে বেশি, উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের
করোনা আক্রান্তের রাশ যেন কিছুতেই টানা যাচ্ছে না। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে সংক্রমণের সংখ্যা ১৯ হাজার ৯৮৪ জন। আর বাংলায় আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। যদিও কেন্দ্রের এই পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের বিস্তর ফারাক রয়েছে। গতকাল রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৪৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জন।
নবান্নের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন যে পূর্ব মেদিনীপুরকে বর্তমানে রেড জোনে নেওয়া হয়েছে। এছাড়া রেড জোনে রয়েছে রাজ্যের আরও ৪ টি জেলা। সেগুলি হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। আর রাজ্যের ১০ টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে। যেখানে আক্রান্তের সংখ্যা রেড জোনের তুলনাতে অনেক কম আছে। ৯ টি জেলা রয়েছে গ্রিন জনের অন্তর্গত। যেখানে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।
রেড জোনের জেলাগুলির উপর বেশি সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার বেশ কিছু এলাকাতে কমব্যাট ফোর্স ও নামানো হয়েছে। মানিকতলা, কাঁকুড়গাছি, নারকেলডাঙা এই জায়গাগুলি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। কলকাতার বেশ কয়েকটি বাজারকে ও কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছে। কারণ মানুষ বেশি পরিমাণে ভিড় করছে বাজারে। বার বার সাবধানতা অবলম্বন করতে বলা হলেও তারা সেটা মানছেন না।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজাবাজার ও পার্ক সার্কাসে গিয়ে মাইকিং করে মানুষদের লকডাউন মানার জন্য বার বার অনুরোধ করেছেন। লকডাউন যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন সেটাও তিনি উল্লেখ করেছেন। আর রাজ্যের রেড জোনগুলিকে অরেঞ্জ জোনে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্তা নেওয়া হচ্ছে।