দেশনিউজ

সবজি বিক্রি নিয়ে জনতা-পুলিশ ধুন্ধুমার লড়াই, আহত এক পুলিশকর্মী

Advertisement

উত্তরপ্রদেশের আলিগড়ে পুলিশের সাথে জনতার ধুন্ধুমার লড়াই। একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজন সবজি বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কি হতে থাকে, সেই মুহূর্তে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা পাথর ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

এএনআই সূত্রের খবর অনুযায়ী আলিগড়ের পুলিশ অফিসার বিশাল পান্ডে বলেছেন,” যখন বাজার বন্ধ হতে যাবে ঠিক সেই সময়ে কয়েকজন সবজি বিক্রেতা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। পুলিশ সেখানে গেলে তাঁদের উপর পাথর দিয়ে আঘাত করা হয়। ক্রমশ পরিস্থিতি জটিল হয়ে যায়। একজন পুলিশ আধিকারিক আহত হন। এরপরই এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। “

করোনা সংক্রমণ রোধের জন্য উত্তরপ্রদেশের আলিগড়ে দোকানপাট সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলার নিয়ম করা হয়। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৯৪ জন। ২০ জনের মৃত্যু হয়েছে। আর ১৪০ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Back to top button