লকডাউনের জেরে মানুষ বাইরে বেরোতে পারছে না। বাইরে বেরোলেই পুলিশের সামনে পড়তে হচ্ছে। একমাত্র বাজার করতে যাওয়ার সময় কোনো সমস্যা নেই। তাই মানুষদের বাজারে ভিড় করা কমছেই না। বার বার পুলিশ প্রশাসনের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও তা মানছে না সাধারণ মানুষ। একই অবস্থা শ্রীরামপুরের বাজারেও। তাই শেষমেষ বাধ্য হয়েই শ্রীরামপুরের সব বাজার বন্ধ করে দিল শ্রীরামপুর প্রশাসন।
শ্রীরামপুরে ১৮ টি বাজার রয়েছে পুরো এলাকা জুড়ে। মানুষ লকডাউনের নিয়ম না মেনেই বাজারে এসে ভিড় করছেন। ইতিমধ্যেই ৩ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এভাবে মানুষ এসে বাজারে ভিড় করলে সংক্রমণ আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। তাই বুধবার বৈঠকের পরেই সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেন।
রাজ্য সরকারের তরফ থেকে কয়েকদিন আগে মাস্ক পড়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়। তাই সেই বিজ্ঞপ্তি শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে সব বাজার, পেট্রল পাম্প, রেশন দোকান, রাস্তায় লাগিয়ে দেওয়া হয়েছিল। এরফলে মানুষ মাস্ক পড়ার দিকে সচেতন হলেও বাজারে ভিড় করা কমেনি। তাই এই সিদ্ধান্ত। তবে শ্রীরামপুরের পুরপ্রধান জানিয়েছেন যে এখন আপাতত প্রতিটি ওয়ার্ডের জন্য কুড়ি জন করে ভেন্ডর রাখা হবে যাঁরা পাড়ায় পাড়ায় গিয়ে সবজি বিক্রি করবে। আর মুদিখানা ও মিষ্টির দোকান বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে।