ফেসবুক চুক্তিতে ফায়দায় আম্বানি, ফিরে পেলেন এশিয়ার ধনীতমের শিরোপা
সম্প্রতি জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মার্ক জুকেরবার্গের সংস্থা ফেসবুক। ফলে আবারও এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা পেলেন মুকেশ আম্বানি। ফেসবুকের সঙ্গে এই চুক্তির আগে বিশ্বের সবচেয়ে বড়ো অয়েল রিফাইনারির এই মালিকের সম্পত্তির পরিমাণ ২০২০-র ইনডেক্সে ১৪ বিলিয়ন ডলার কমে গেছিলো।
কিন্তু বুধবার ফেসবুকের সঙ্গে হওয়া এই চুক্তির পর তার সম্পত্তির পরিমাণ ৪.৭ বিলিয়ন ডলার বেড়ে ৪৯.২ বিলিয়ন ডলারে পরিণত হয়। ভারতীয় হিসাবে যার মূল্য প্রায় ৩৮ লক্ষ কোটি টাকা। জুকেরবার্গের এই সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়ার ফলে গোটা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির শেয়ার বেড়ে গেছে ১০ শতাংশ।
ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স এর দেওয়া রিপোর্ট অনুযায়ী আম্বানি এখন আলিবাবার মালিক জ্যাক মা-এর সম্পত্তির থেকে ৩.২ বিলিয়ন ডলারে এগিয়ে রয়েছেন।
গত বুধবারই ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বব্যাপী ফেসবুকের গ্রাহক সংখ্যা বাড়াতে জিওর সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।