কৌশিক পোল্ল্যে: মেয়েদের অন্তর্বাস ব্রা এবং প্যান্টির প্রসঙ্গ উঠে এল অমিতাভের ট্যুইটে। এই নিয়ে বহু জলঘোলা, জোর বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিগ বির একটি ট্যুইটকে কেন্দ্র করে। লকডাউনে হঠাৎই আকস্মিকভাবে নেটপাড়ায় আগমন এই ট্যুইটের। এরপরই ঘোর সমালোচনার শিকার হতে হল এই প্রবীন বলিউড অভিনেতাকে।
সম্পূর্ন ঘটনাটি খোলসা বলা যাক। আজ থেকে প্রায় দশ বছর আগের একটি ট্যুইটে খিল্লি করে অমিতাভ লিখেছিলেন, “প্যান্টি সিঙ্গুলার হলেও ব্রা প্লুরাল,,, কেন?” তৎকালীন সময়ে এ নিয়ে ইউজারদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা অধরা। তবে ২০১০এর সেই ট্যুইট প্রসঙ্গ উঠে এল আবারো।
নেটিজেনরা কটাক্ষ করে বিগ বি’র উদ্দেশ্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সমাজে নারীদের অবস্থান সম্পর্কে সব জেনে বুঝেও এরকম ট্যুইট কি তার মতো বুদ্ধিজীবীকে মানায়? আর একদল ইউজার লেখেন, এই বয়সে ওনার উচিৎ ধর্মকর্ম করা, ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক বিশ্বাসে নিজেকে লিপ্ত রাখা, সেসব ছেড়ে উনি পড়ে রয়েছেন মেয়েদের ব্রা এবং প্যান্টির ব্যাখ্যা নিয়ে, যা অত্যন্ত লজ্জাজনক।
T26 -In the English language, why is 'bra' singular and 'panties' plural …
— Amitabh Bachchan (@SrBachchan) June 12, 2010
ট্যুইটে তির্যক মন্তব্যের শিকার হলেও এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি শাহেনশাহ। উল্লেখ্য এর আগেও বহুবার তিনি নানান কারনে ট্রোলের শিকার হন। কখনো ভুঁয়ো ছবি ট্যুইট করে আবার কখনো বা ভুল তথ্য পোস্ট করে নেটাগরিকদের রোষের শিকার হন তিনি। এবারও তার অন্যথা হয়নি। দশবছর আগে করা ট্যুইট বর্তমান পরিস্থিতিতে এরকম বিষাক্ত তীর হয়ে তারই দিকে ছুটে আসবে সেকথা কি আর বিগ বি জানতেন!