Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৫ টাকায় ভরপেট খাবার দেবে রেল, মহামারীতে বড় ঘোষনা

করোনা মোকাবিলায় আগেই এগিয়ে এসেছিল রেল। রেলের কোচ গুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার মাধ্যমে দেশের পাশে দাঁড়িয়েছিল রেল। এবার রেলের তরফে ঘোষণা করা হলো মাত্র ১৫ টাকায় সম্পূর্ন ভরপেট খাবার…

Avatar

করোনা মোকাবিলায় আগেই এগিয়ে এসেছিল রেল। রেলের কোচ গুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার মাধ্যমে দেশের পাশে দাঁড়িয়েছিল রেল। এবার রেলের তরফে ঘোষণা করা হলো মাত্র ১৫ টাকায় সম্পূর্ন ভরপেট খাবার দেওয়া হবে দেশের মানুষকে। রেলের তরফে রাজ্য গুলির কাছে আবেদন করা হয়েছে এই খাবারের প্যাকেট কেনার জন্য। রেল সূত্রে খবর, তাদের কাছে যে পরিকাঠামো আছে তাতে দিনে ২.৬ লক্ষ মানুষের খাবার তৈরি করা সম্ভব। কিন্তু এই খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার গুলির সাহায্য প্রয়োজন।

মাত্র ১৫ টাকার বিনিময়ে ওই খাবার রেলের কাছ থেকে কিনে সাধারণ মানুষকে দিতে পারবে রাজ্য সরকার গুলি। প্রয়োজনে খাবারের টাকা রেলকে পরে দিলেও হবে বলে জানিয়েছে রেল। রেল মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “আমরা প্রতিদিন অসংখ্য গরীব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি। এরপরও আমাদের যা পরিকাঠামো আছে তাতে আরও ২.৬ লক্ষ মানুষের খাবার আমরা বানাতে পারবো। কিন্তু সেই খাবার বন্টনের দায়িত্ব নিতে হবে স্থানীয় প্রশাসনকে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের জন্য ৩রা মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী ট্রেন। তবে দেশের সমস্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সমগ্র দেশ জুড়ে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। এবার রেলমন্ত্রকের তরফে রাজ্য গুলিকে এই প্রস্তাব পাঠানো হলো। প্রসঙ্গত, গত ২৮ মার্চ থেকে প্রতিদিন দেশের দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে রেল। এখনো পর্যন্ত ২০ লক্ষের বেশি খাবারের প্যাকেট সরবরাহ করেছে তারা। তারপর রেলের এই উদ্যোগ যে যথেষ্টই প্রশংসনীয় তা মানছেন অনেকেই।

About Author