আন্তর্জাতিকনিউজ

চরম আতঙ্ক! চিড়িয়াখানার ৮ টি পশুর শরীরে সংক্রমিত হল করোনা ভাইরাস

Advertisement

এবার পশুর শরীরে কোভিড-১৯ এর নমুনা মিলেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল আগেই। এক পশু থেকে আরেক পশুর শরীরে এবার ছড়িয়ে পড়ল কোভিড-১৯। জানা গিয়েছে, নিউইয়র্ক সিটির ব্রংকস চিড়িয়াখানায় একটি বাঘিনী করোনায় আক্রান্ত হয়। ওই বাঘিনীটির নাম নাদিয়া। এবার নাদিয়ার থেকে চিড়িয়াখানার বাকি পশুর শরীরে করোনার উপসর্গ মিলেছে।

তবে ওই নাদিয়া নামে বাঘিনীটিই প্রথম পশু যার শরীরে মানুষের শরীর থেকে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। এবার ওই বাঘিনীর থেকে চিড়িয়াখানায় আরও তিনটি বাঘ ও তিনটি আফ্রিকান সিংহের শরীরে মিলেছে কোভিড-১৯ এর নমুনা। জানা গিয়েছে, নিউইয়র্কের ওই চিড়িয়াখানার একজন কর্মীর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি মেলে। তার থেকেই বাঘিনীটির শরীরে ছড়িয়েছে এই ভাইরাস, এমনটাই অনুমান করা হচ্ছে।

তবে সংক্রমিত বাঘ ও সিংহগুলিকে আলাদা ও অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে বাকি পশুদের দেহে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। তবে আমেরিকায় পশুর শরীরে করোনার উপসর্গ এই প্রথম। এদিকে নিউইয়র্ক সিটিতে করোনার ফলে আক্রান্ত হয়েছে ১৪২,৪৩২ জন। এবার নিউইয়র্কের ব্রংকস চিড়িয়াখানায় আরও ৮ পশুর শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯।

সংক্রমিত হওয়া আটকাতে তাদের চিড়িয়াখানার বাকি পশুদের থেকে আলাদা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও করোনার উপদ্রবের ফলে গত ১৬ মার্চ ওই চিড়িয়াখানা সম্পুর্ন রূপে বন্ধ করে দেওয়া হয়। তবে ওই চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, সংক্রমিত বাঘগুলির ক্ষিদে কমে গেলেও তার আপাতত সুস্থ আছে।

Related Articles

Back to top button