Today Trending Newsদেশনিউজ

সামাজিক দূরত্ব বজায় রাখতে তৈরি হলো নতুন ধরনের ই-রিক্সা, দেখুন ভিডিও

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – ‘অবস্থা বুঝে ব্যবস্থা’- এই কথাটিকে একেবারে সত্যি করেছেন এই টোটো যিনি তৈরি করেছেন তিনি। সামাজিক দূরত্ব মাথায় রেখে টোটোটির বসার জায়গার অংশটিকে চারটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। মাঝখান দিয়ে তুলে দেওয়া হয়েছে পার্টিশন। যাতে কারো সঙ্গে কারোর গায়ে ঠেকা না লাগে। এমনিতেই মানুষজন রাস্তায় প্রায় নেই বললেই চলে যাচ্ছেন তারা প্রয়োজন ছাড়া কেউই বেরোচ্ছে না।

সকলের নিজস্ব যানবাহন আছে এমনটা নয়, কাঠফাটা রোদে টোটোর প্রয়োজন পড়লেও পড়তে পারে। কিন্তু টোটোতে কি আর আগের মত গাদাগাদি, ঠাসাঠাসি করে এখন বসা যাবে? না, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তবেই না আমরা করো না কে জয় করতে পারব। আর সেই কথা মাথায় রেখেই এমন অভিনব উদ্যোগ। মিস্টার মাহিন্দ্রা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শেয়ার করার সাথে সাথে এই ভিডিওটি প্রায় ৭০০০ লাইক পেয়েছে। অভিনব কায়দায় এখন পরিস্থিতির বিচারে এমন অসাধারণ বুদ্ধি খাটিয়ে টোটোটি বানানো হয়েছে, যা দেখে সত্যিই তাক লেগে যাবে।

করোনা ভাইরাস আমাদের জীবনের উপর অনেক প্রভাব ফেলেছে। প্রকৃতিতে দূষণের মাত্রা কমিয়ে দিয়েছে, রাতের আকাশে এখন ঝকঝকে তারা দেখা যায়। সকালে ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। সময় কাটাতে নতুন নতুন রান্না করা কিংবা পুরনো প্রতিভাকে ঝালিয়ে নেওয়া, অথবা পরিস্থিতির চাপে এমন নতুন নতুন বুদ্ধি মাথা থেকে বের হওয়া, সবই হচ্ছে করোনার দৌলতে। করোনা আসায় মনে মনে কষ্ট, অশান্তি চিন্তাভাবনার ভাঁজ কপালে পড়লেও করোনার এই উপহার গুলিকে কিন্তু মাঝে মাঝে স্যালুট জানাতেই হবে।

Related Articles

Back to top button