নিম্নচাপের জের, আগামী ৪৮ ঘন্টার জন্য রাজ্যে বড়সড় খবর দিল আবহাওয়া দফতর
স্টাফ রিপোর্টার: আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় আবার কালবৈশাখী হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। এই পুরো সপ্তাহ ধরেই আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপটিই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মে মাসের ৪-৫ তারিখের দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। ভারতীয় উপকূলে এই ঝড়ের প্রভাব পড়বে তবে তুলনামূলক ভাবে অনেক কম। আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় বৃষ্টি হয়েছে সামান্য।
আজ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ থাকবে সারাদিন। তবে আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ২১ জেলায় কালবৈশাখীও হতে পারে। উপকূলীয় এলাকায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুরে। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।