শ্রেয়া চ্যাটার্জি – ব্যাঙ্গালোরে একটি ফার্মে কর্মরত আব্দুররহমান গুডিনাবলি কয়েক বছর ধরেই মক্কা, মদিনায় হজ যাত্রার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন। ৫৫ বছরের এই ভদ্রলোক পরিকল্পনা করেছিলেন পরের বছর হজে যাবেন। কিন্তু এই লকডাউনের মধ্যে সাধারণ গরীব মানুষদের মধ্যে খাবার বিতরণ করে তিনি বুঝতে পারলেন, এই পথেই আল্লাহর দেখা পাওয়া যাবে।
তার বাবা একজন শ্রমিক হিসাবে কাজ করেন, আর মা বাড়িতে বিড়ি বাঁধেন। তাদের অনেক দিনের সখ ছিল হজে যাওয়ার। কিন্তু বর্তমানে এইরকম পরিস্থিতিতে যখন মানুষ খেতে পারছে না, খিদের জ্বালায় ছটফট করছে, তখন তারা সিদ্ধান্ত নেন এই হজে যাওয়ার টাকায় তারা গরীবদের খাওয়াবেন। বানতাল তালুকের গুডিনাভেলি গ্রামের ২৫ টি পরিবারের হাতে চাল এবং আরো প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন তিনি। এখনও পর্যন্ত তিনি গরীবদের জন্য প্রায় ৮০,০০০ টাকা খরচ করে ফেলেছেন।
করোনা ভাইরাস এর জন্য ভারতবর্ষে লকডাউন চলছে। নিম্নবিত্ত মানুষের অবস্থা হয়ে উঠেছে খুবই শোচনীয়। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পকেট কার্যত শূন্য। সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। যা সত্যিই প্রশংসনীয়। রাজনৈতিক নেতা, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়, শিল্পপতি এবং অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছেন সাহায্যার্থে। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করোনা মোকাবিলার যুদ্ধে নেমে পড়েছে। জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই করোনা যুদ্ধের সৈনিক। যেভাবেই হোক এই যুদ্ধে জয়লাভ করতেই হবে।