দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মিউচুয়াল ফান্ডে নগদের অভাব, ৫০ হাজার কোটি টাকা সাহায্য করবে RBI

Advertisement

লকডাউনের মাঝে মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে বড় উদ্যোগ নিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ডের নগদের অভাব পূরণে ৫০ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। লগ্নিকারীদের মধ্যে দ্রুত ঋণপত্র বা ডেট ফান্ড বিক্রি করার হিড়িক পরে গিয়েছে, আর এই সময়েই রিজার্ভ ব্যাংকের এই ঘোষণা। মিউচুয়াল ফান্ড গুলির জন্য রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পরই চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এই ঘোষণার পরই আজ শেয়ার বাজার বেড়েছে ৭৫০ পয়েন্ট।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি হয়েছে লকডাউন। আর লকডাউন জারি হওয়ার পর থেকেই সমগ্র বিশ্বের শেয়ার বাজারে নেমেছে ধস। আর এর সরাসরি প্রভাব পড়েছে মিউচুয়াল ফান্ডে। গত সপ্তাহে মার্কিন সংস্থা ফ্র্যাঙ্কলিন টেম্পলটন ভারতীয় বাজারে ছটি মিউচুয়াল ফান্ড প্ৰকল্প ফ্রিজ করার পরেই বিনিয়োগকারীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। দ্রুত ইউনিট বা ‘হোল্ডিং’ বিক্রি শুরু হয়ে যায়। ফলে মিউচুয়াল ফান্ড সংস্থা গুলি নগদের জোগান দিতে হিমশিম খেয়ে যায়। এরপরই মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে আসরে নামতে হয় রিজার্ভ ব্যাংককে।

আজ রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, ২৭শে এপ্রিল অর্থাৎ আজ থেকে ১১ই মে পর্যন্ত চালু থাকবে রিজার্ভ ব্যাংকের এই সাহায্য। এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, ব্যাংকগুলিকে কম সুদে ঋণ দেবে রিজার্ভ ব্যাংক। সেই ঋণের অর্থ ব্যবহার করে মিউচুয়ার ফান্ডের অধীনস্থ বিভিন্ন বন্ড, ডিবেঞ্চারে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবে ব্যাংকগুলি। এর আগে রিজার্ভ ব্যাংকের তরফে আর্থিক পরিস্থিতি সামাল দিতে ব্যাংক ও NBFC গুলিকে ৫০ হাজার কোটি টাকার সাহায্য করা হবে বলে জানানো হয়েছিল। এছাড়াও NABARD কে ২৫ হাজার কোটি টাকার সাহায্য করা হবে বলেও জানানো হয়েছিল। এবার মিউচুয়াল ফান্ড গুলিকে বাঁচাতে এগিয়ে এলো রিজার্ভ ব্যাংক।

Related Articles

Back to top button