রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। ফলে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১০৯ জন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই বিবৃতি দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।
এছাড়া রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১২ হাজার ৪৩ টি। সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৫ হাজার ৪৪৭ জন। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ হাজার ৬২৯ জন। এর পাশাপাশি মুখ্যসচিব জানিয়েছেন যে রাজ্যে লোকের বাড়ি গিয়ে স্ক্রিনিং করা হচ্ছে। আর রোজ প্রেস কনফারেন্স করা হচ্ছে, তবুও কিছু কিছু লোক নেগেটিভ প্রচার করছেন।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে রাজ্যের পক্ষ থেকে যতটা বলার বলা হয়েছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যসচিবকে দিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি পাঠানোর জন্য যাতে একটা ক্ল্যারিটি দেওয়া হয় রাজ্যকে। এছাড়া রেড, অরেঞ্জ, গ্রিন জোনগুলি নিয়ে কি করা হবে সেটা নিয়ে পরশু দিন আলোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন। এর সাথে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে রাজ্য ভাল কাজ করলে প্রশংসা করে না, খারাপ করলে নিন্দা করা হয়।
পাহাড়ি এলাকার সাথে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন সেখানে লোকজন অনেক দূরে থাকে, এই রাজ্যে ঘনঘন লোক থাকে। তবুও রাজ্যের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে তিনি আজ বৈঠকে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সেরকম ক্যাবে বলার কোনো সুযোগ তিনি পাননি।