নিউজ

বুট পালিশ করতে দেখা গেল ধোনিকে, ভাইরাল সেই ছবি!

Advertisement

জাওয়ানদের বেশিরভাগ কাজ নিজেদেরই করতে হয় আর ধোনি তাদেরই মধ্যে একজন তাই তাকেও তার বেশির ভাগ কাজ করতে হচ্ছে। এবার ভাইরাল তার বুট পালিশ করার ছবি। মহেন্দ্র সিং ধোনি করছেন আর এরকম ছবি ভাইরাল টুইটারে ও নেট দুনিয়ায়। তার এত মনোযোগ সহকারে বুট পালিশ করতে দেখে প্রশংসা করছেন সবাই। ফ্লোরিডার টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া যখন বাস্ত তখনই কাশ্মীরে সেনা ছাউনিতে দেশরক্ষার কাজে ব্যস্ত। এর আগেও গান গাওয়া, ভলিবল খেলা নিয়ে ভাইরাল হয়েছিল ভিডিও। এবার বুট পালিশ এর ছবি প্রশংসা করছেন নেটিজেনরা।

Related Articles

Back to top button