একদিকে তো করোনা নিয়ে নাজেহাল গোটা দেশ আর অপরদিকে আসছে সাইক্লোন। খুব শীঘ্রই আছড়ে পড়বে এই মারাত্মক সাইক্লোন এমনটাই জানিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আগামী ৩০ এপ্রিল থেকে ৩ মে-র মধ্যে হতে পারে সাইক্লোনের তান্ডব।
ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট-র পক্ষ থেকে বলা হয়েছে আন্দামান সাগরের দক্ষিণ দিকে নিম্নচাপের উপর ভিত্তি করে এই রিপোর্ট দেওয়া হয়েছে। যদিও এর গতিবেগ নিয়ে এখনও কিছু জানায়নি, কিন্তু এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট।
এরফলে আন্দামান উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টিও শুরু হবে। প্রত্যেককে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। করোনার সাথে এই সাইক্লোনের বিপর্যয় দেশের পক্ষে সামাল দেওয়া কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।