গতকাল রাত্রে প্রয়াত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ও সফল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন দিল্লির এইমসে। কিন্তু গতকাল রাত্রে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর আজকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কেঁদে ফেলেন তিনি। আর তার এই কান্নার ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এদিকে গতকালেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন তিনি। তিনি আর সুষমা স্বরাজ একসাথে বহু সময় কাটিয়েছেন। আর এখন তিনি তার অভাব অনুভব করবেন বলেও জানিয়েছেন।
Sushma Ji’s demise is a personal loss. She will be remembered fondly for everything that she’s done for India. My thoughts are with her family, supporters and admirers in this very unfortunate hour. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019