কীভাবে জেলাগুলিকে রেড, অরেঞ্জ, গ্রীন জোনে শ্রেণিবদ্ধ করেছে কেন্দ্র, জানুন আপনি কোনটির অধীনে
ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ১৭ই মে পর্যন্ত অর্থাৎ আরও দুসপ্তাহ দেশে লক ডাউনকে দীর্ঘায়িত করা হল। এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানাল এনএসআই-পিটিআই। এদিকে দেশে চলছে দ্বিতীয় দফার লক ডাউন। যার মেয়াদকাল আগামী ৩রা মে মধ্যরাত পর্যন্ত। এরপর আগামী ৪ঠা মে মধ্যরাত থেকে আগামী ১৭ই মে মধ্যরাত পর্যন্ত ফের দুসপ্তাহের লক ডাউন বর্ধিত করা হল।
দেশে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুও থেমে নেই। দেশে এখানো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫,০০ ০ এরও বেশি মানুষ, মৃত্যু হয়েছে ১,০০০ এরও বেশি। তবে সুস্থ হয়েছেন ৯,০০০ এর কিছু বেশি সংখ্যক মানুষ। কিন্তু গোটা দেশে লক ডাউন জারি থাকলেও সংক্রমণ ক্রমেই বাড়ছে। তাই আগামী ৪ঠা মে থেকে দু’সপ্তাহের লক ডাউন বাড়ানো হল।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গত ৩০শে এপ্রিল ২০২০-এর আগে দেশের করোনা সংক্রমিত অঞ্চলগুলির অবস্থা নির্ণয় করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দেশের জেলাগুলিকে তিনটি জোনের মাধ্যমে ভাগ করে তিনটি জোনের আওতায় বিভক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জেলাগুলি গত ২১ দিনের মধ্যে নতুন কোনো কোভিড-১৯ সংক্রমণের খবর মেলেনি সেই জেলাগুলি গ্রিন জোনের আওতায় পড়বে। এছাড়া, যেসব জেলায় সংক্রমণের পরের আগামী ১৪ দিন আর নতুন কোনো আক্রান্তের খোঁজ পাওয়া যাবে না সেই জেলাগুলি অরেঞ্জ জোনে চিহ্নিত হবে। সবশেষে, যেখানে আক্রান্তের সংখ্যা অহরহ বাড়ছে এবং আরও নতুন করে আক্রান্ত হচ্ছে সেই স্থান গুলি রেড জোনের আওতায় পড়বে।