স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের কারণে এবছর গ্রীষ্মের তাপমাত্রা খুব একটা বাড়ছে না। বৃষ্টিপাতের জন্য আমরা পাচ্ছি এক মনোরম আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমই আছে বর্তমানে, যার কারণ বৃষ্টিপাত। বৃষ্টির পরে হালকা হাওয়া, স্নিগ্ধ পরিবেশ প্রখর রোদের তাপকে আড়াল করে দিচ্ছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে অনেকটাই। এদিন কয়েক দফায় বৃষ্টি হয় কলকাতা সহ বিভিন্ন জেলায়।
কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং রাতে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, ঝড়বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন, আকাশ থাকবে মেঘলা। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তিনি আরও বলেছেন আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যা গভীর নিম্নচাপের আকার নিতে পারে সেটি মায়ানমারের দিকে ধাবিত হবে।
আগামী বুধবার পর্যন্ত আন্দামান ও নিকোবরেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আন্দামান সাগরে উদ্ভূত নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তা বোঝা যাবে আরও কিছুদিন পর এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।