আন্তর্জাতিকনিউজ

আশার আলো! করোনা মোকাবিলায় কাজে আসতে পারে অ্যান্টাসিড, মিলেছে সুফলও

Advertisement

করোনা পরিস্থিতির মধ্যে এবার খানিকটা আশার আলো দেখা গেলো। বিজ্ঞানীদের একাংশের দাবী অ্যান্টাসিড ফ্যামোসিড করোনা চিকিৎসায় কাজে আসতে পারে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের কিছু করোনা রোগীদের উপরে এটি প্রয়োগ করে বেশ ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

যেহেতু ভারতে এর জোগান যথেষ্ট রয়েছে তাই এটিকে করোনার ওষুধ হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয় ও উৎপাদন বাড়ানো হয়।

ফ্যামোটিডিন হল একটি ‘অ্যান্টিহিস্টামিন’ জাতীয় ওষুধ যা সাধারণত ব্যবহৃত হয় অম্বল, গ্যাস, বুকজ্বালা ও অ্যাসিড রিফ্লাক্সের মতো রোগ সারানোর কাজে। শুধু তাই নয় পেপটিক আলসারের মতো রোগেও এটি ব্যবহার করা হয়। তবে ফ্যামোটিডিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও তা হাইড্রক্সিক্লোরোকুইনের মতো মারাত্মক নয়।

ফ্যামোটিডিন নামক এই ওষুধের সুফলের কথা সর্বপ্রথম জানিয়েছিল চীন। উহানের একটি হাসপাতালে প্রবীণদের চিকিৎসায় এটি ব্যবহার করে বেশ ভালো ফল পাওয়া গেছে বলে জানিয়েছে চীন।

এই ওষুধ সংক্রান্ত একটি জরুরি বৈঠকের পর এক সরকারি আধিকারিকের জানিয়েছেন, “যেহেতু অন্যান্য দেশে করোনা রোগীদের উপর এই ওষুধ প্রয়োগে সুফল পাওয়া গেছে তাই ভারতেও ফ্যামোটিডিনের স্টক বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এখনও অবধি যা রিপোর্ট পাওয়া গেছে তাতে আশা করা যাচ্ছে আগামী দিনে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের মতো এর চাহিদাও বাড়বে। তবে ভারতে এই ওষুধ পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে কোনও সমস্যা হবে না।”

Related Articles

Back to top button