লকডাউনে মানুষ ঘরবন্দি থেকে অন্যান্য কাজের পাশাপাশি বেছে নিয়েছে মোবাইল গেমস। আর এই লকডাউন পরিস্থিতিতে যে গেমটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সেটা লুডো কিং। অনলাইনে একাধিক লুডো গেমস থাকলেও লুডো কিং এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সাধারণ মানুষ তো বটেই এমনকি সেলিব্রেটিরাও এখন মজে এই গেমটিতে। আমাদের ছোটবেলায় খেলা লুডোরই অনলাইন সংস্করণ এই গেমটি, যেটি খেলা খুবই সহজ।
কম্পিউটার হোক বা অ্যান্ড্রয়েড ফোন বা আই ফোন সব ধরণের ডিভাইসেই খেলা যায় এই গেমটি। অফলাইনে যেমন খেলা যায় তেমনই অনলাইনে বন্ধুদের সাথেও খেলা যায় গেমটি। যদিও গেমটি সম্পূর্ণ ভাগ্যের খেলা তবুও কিছু টিপস এবং ট্রিকস অবলম্বন করলে আপনি সহজেই জিততে পারবেন। গেমটি চলাকালীন কাজে লাগানো যায় এমন কয়েকটি টিপস এবং ট্রিকস জেনে রাখুন, যেগুলোর মাধ্যমে আপনি সহজেই জিততে পারবেন।
প্রতিদিনের ফ্রি কয়েন গুলি কালেক্ট করুন: আমরা বেশিরভাগই কোনো অ্যাপে টাকা খরচ করতে পছন্দ করিনা, আর বর্তমান পরিস্থিতিতে একটা গেম খেলতে উপার্জিত টাকা খরচ করাটা বোকামি। তাই প্রতিদিন অ্যাপের থেকে যে কয়েন গুলো দেওয়া হয় সেগুলো সংগ্রহ করুন। এই কয়েনগুলি ব্যবহার করে আপনি অনেক সময় পর্যন্ত গেমটি খেলতে পারবেন।
ছোট বিডে খেলুন: এই লকডাউনের সময় আপনি খেলছেন সময় কাটানোর জন্য, আপনার বন্ধু, পরিবারের সাথে কানেক্টেড থাকার জন্য। তাই ছোট ছোট বিডে বেশি সময় ধরে খেলুন। একটা বিডে ৫০০০ কয়েন লাগিয়ে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের মতো খেলা নয়। কারণ এর ফলে কয়েনগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আপনি বেশিদিন গেমটি খেলতে পারবেন না। একটি বিডে ৫০ থেকে ১০০ টি কয়েন নিয়ে খেলুন।
সবকটি গুটিকে ঘরের বাইরে বের করা আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত: সবকটি গুটিকে ঘরের বাইরে বের করা আপনার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। আপনি যদি একটি গুটি নিয়ে খেলতে থাকেন তাহলে একটা সময় পরে গিয়ে সেটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবকটি গুটি ঘর থেকে বাইরে বের করে একইরকম ভাবে চাল দিয়ে খেলা সবচেয়ে ভালো উপায়।
পুরো বোর্ড জুড়ে আপনার গুটি ছড়িয়ে দিন: বিপক্ষকে মাত দিতে সবচেয়ে বড় কৌশল হলো পুরো বোর্ড জুড়ে আপনার গুটিগুলো ছড়িয়ে দেওয়া। প্রত্যেকটি আলাদা আলাদা ঘরের কাছে যদি আপনার গুটি থাকে তাহলে বিপক্ষের কোনো গুটি কাটার সুযোগ অনেকটাই বেড়ে যায়। এমন কৌশল অবলম্বন করে খেলুন যাতে, বিপক্ষ কোনো চাল দিলেই আপনার হাতে কাটার সুযোগ চলে আসে।