শুধু লকডাউন নয়, করোনার হাত থেকে বাঁচতে মেনে চলুন আরও ৭টি নিয়ম
করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে দেশজুড়ে। ঘোষণা করা হয়েছে লকডাউন, ফলে গৃহবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। তবে শুধু লকডাউনই নয়, সংক্রমণ মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। আসুন জেনে নিই সেগুলি কি-
১. লকডাউন চলাকালীন অত্যাবশকীয় কিছু কারণে বাইরে যেতেই হচ্ছে। তাই বাড়ি ফিরে এসে জুতো ঘরের বাইরেই রাখুন।
২. যেসব জিনিস বাইরে থেকে আসে, যেমন- দুধের প্যাকেট, খবরের কাগজ ইত্যাদি জিনিসে হাত দেওয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
৩. যদি বাইরে থেকে কেউ আসে তবে ঘরের কোনও জিনিসে হাত দেওয়ার আগে তাকে হাত ধুয়ে নিতে বলুন।
৪. আপাতত বাইরে থেকে খাবার আনা বন্ধ করুন। কারণ, যেখান থেকে খাবার আনছেন সেখানকার পরিচ্ছন্নতা সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। শুধু তাই নয় সেখানকার কোনও ব্যাক্তির শরীরে এই ভাইরাস থাকলে তা সহজেই এসে যেতে পারে।
৫. ক্রমাগত গরম বেড়ে চলেছে। ফলে বাইরে বেরোলেই ঘাম হয়। তাই স্নান করে থাকলেও বাড়ি এসে আরেকবার গা ধুয়ে নেবেন।
৬. হাঁচি বা কাশি দেওয়ার পর থুতু ছিঁটে যেতে পারে টিভি, রিমোট এমনকি বিভিন্ন আসবাবপত্রে। তাই সেসব জিনিসে হাত দিলে হাত অবশ্যই ধুয়ে নেবেন।
৭. আমরা সচরাচর চোখে, মুখে নিজের অজান্তেই হাত দিয়ে ফেলি। তাই হাত সবসময় ধুয়ে রাখা উচিত।