আজ ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেবে মোদি সরকার, জানুন কারা কারা পাবেন
জনধন অ্যাকাউন্টধারী মহিলাদের জন্য সুখবর। মোদী সরকার সোমবার থেকে দ্বিতীয় কিস্তিতে জনধন ব্যাংক অ্যাকাউন্টধারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করছে মোদী সরকার। লকডাউন শুরু হওয়ার পরে প্রথম কিস্তিতে এই অ্যাকাউন্টে টাকা পাঠায় মোদী সরকার।
পরপর তিনমাস এই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানায় মোদী সরকার। যার মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় কিস্তিতে সোমবার থেকে মে মাসের টাকা দেওয়া হবে বলে টুইটে জানায় ব্যাঙ্কিং সচিব দেবাশিষ পান্ডা। তবে করোনার কারণে সতর্কতা অবলম্বন করে ব্যঙ্কে যাতে ভিড় না হয় সেই কারণে একই দিনে নয় বরং আলাদা আলাদা দিনে পাঠানো হবে টাকা। কীভাবে এই টাকা তোলা যাবে সে সম্পর্কে জানানো হয়েছে ০ ও ১ দিয়ে শেষ জনধন অ্যাকাউন্টধারীরা টাকা তুলতে পারবে সোমবার থেকে।
২ এবং ৩ দিয়ে শেষ হওয়া অ্যাকাউন্ট নম্বরগুলি টাকা তুলতে পারবেন ৫ মে। ৪ ও ৫ নম্বর দিয়ে শেষ অ্যাকাউন্টধারীরা ৬ মে থেকে টাকা তুলতে পারবেন। ৬ ও ৭ নম্বর দিয়ে শেষ অ্যাকাউন্টধারীরা ৮ মে থেকে টাকা তুলতে পারবে। ৮ও ৯ নম্বর দিয়ে শেষ অ্যাকাউন্টধারীরা টাকা তুলতে পারবেন ১১ মে।