গোটা বিশ্ব জুড়ে মারণ করোনার দাপটে জবুথবু বিশ্ব। অদৃশ্য এই দানবের বিরুদ্ধে লড়াইতে এঁটে উঠতে হিমসিম খাচ্ছে বিশ্বের অনেক শক্তিশালী দেশগুলি। এবার রাশিয়াতে কোভিড-১৯-এর থাবায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। রুশ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া রেকর্ড অনুযায়ী রাশিয়ায় রবিবার আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৩৩ জন মানুষ। আর এই নয়া রেকর্ড চিন্তায় ফেলেছে রাশিয়াকে।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। বিশ্বের করোনা সংক্রমণের নিরিখে চিন, তুরস্ক, ইরানকে ছাপিয়ে রাশিয়া সপ্তম স্থানে রয়েছে। সোমবার পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬৮৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ১ হাজারের কিছু বেশি মানুষের। সেদেশের রাজধানী মস্কোতে কোভিড-১৯-এ প্রত্যেক দিন হাসপাতালে ভরতি হচ্ছেন ১ হাজারেরও বেশি মানুষ।
মার্চের শেষের দিকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার ফলে রাশিয়ায় আংশিক লক ডাউন জারি হয়েছে। গোটা বিশ্ব জুড়ে বেশিরভাগ দেশেই করোনার থাবায় লক ডাউন জারি রয়েছে। কিন্তু আক্রান্ত ও মৃতের খবর থেমে নেই। গোটা বিশ্বে সোমবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষ ৫৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৮ হাজারেরও কিছু বেশি মানুষের। তবে স্বস্তির খবর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লক্ষ ৫৬ হাজারের কিছু বেশি মানুষ।