বিদেশে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ কেন্দ্রের

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত মানুষ, এর আগে ভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্র, ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনের। ভিন্ন রাজ্যের পর এবার ভিন্ন…

Avatar

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত মানুষ, এর আগে ভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্র, ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনের। ভিন্ন রাজ্যের পর এবার ভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর কথা বলা হল। কেন্দ্র সরকারের তরফে করা একটি টুইটে সোমবার জানানো হয় ৭ মে থেকে দফায় দফায় ফেরানো হবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের।

সোমবার কেন্দ্রের তরফে করা পরপর দুটি টুইটে জানানো হয় প্রথমে আটকে থাকা ভারতীয়দের নাম নথিভুক্ত করবেন বিদেশে নিযুক্ত থাকা ভারতীয় হাই কমিশনাররা, তারপর দফায় দফায় তাঁদের জাহাজ এবং বিমানে ফেরানো হবে। কয়েকমাস ধরেই করোনার কারনে একের পর এক দেশে মৃত্যুমিছিল চলছে, আতঙ্ক যেন থামতেই চাইছে না। ইউহানে এর উৎপত্তি হলেও একে একে আমেরিকা,ইরান সৌদি আরব,এবং একাধিক দেশে ছড়িয়ে পরে করোনা আক্রান্ত।

 

সতর্কতা অবলম্বন করে শুরু হয় লকডাউন, বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। আটকে পড়ে বহু ভারতীয়। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। মেয়াদ বাড়ানো হচ্ছে লকডাউনের। দ্বিতীয় দফা লকডাউন শেষ হবার আগেই শুরু হয় তৃতীয় দফা লকডাউন। এর মধ্যেই আজ মোদী সরকারের তরফে বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কথা বলা হয় টুইটে। তবে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরতে হবে নিজ ব্যয়ে।