ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা ইমরান খানকে বোকা বানিয়েছে, জেনে নিন কি পরিকল্পনা!
কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন পাক প্রধানন্ত্রী ইমরান খান। সেইখানে ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প তাকে জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান রাজি থাকলে কাশ্মীর সমস্যা মেটাতে দুই দেশের মধ্যস্থতা করতে রাজি আমেরিকা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ব্যাপারে তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।
তবে পাকিস্তানের প্রাক্তন প্রধামন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়ম নওয়াজ বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয় নিয়ে কটূক্তি করেন। তিনি বলেছেন যে কাশ্মীর সংঘাতের মধ্যস্থতা আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ইমরান খানকে বোকা বানিয়েছিলেন এবং ভারত কি পরিকল্পনা করছে তা অনুমান করতে পারেননি ইমরান খান। মারিয়ম আরও দাবি করেন যে ইমরান খানের নিজের রাজনৈতিক স্বার্থতাই পাকিস্তানকে এত বড় সমস্যাই ঠেলে দিয়েছে।
ভারত সরকারের ৩৭০ ধারা বাতিল করার পর থেকে কোপের মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানও ইমরান খানকে ‘পুতুল’ বলে সম্বোধন করেছেন।